চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও বার্সেলানাতেই থাকছেন লিওনেল মেসি! এমন দাবি ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার। তবে ঘোষণা দিতে বিলম্ব কেন? সমর্থকদের এমন দাবির মুখে উত্তর এলো, লা লিগার ফিন্যানশিয়াল ফেয়ার প্লে’র শর্তের কারণেই বিলম্ব হচ্ছে। এতে করোনায় ১২৫ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া বার্সাকে আনুপাতিক হারে কমিয়ে আনতে হবে ব্যয়ের পরিমাণ। তারপর হিসেব নিকেষ করে চূড়ান্ত হবে মেসির আর্থিক চুক্তির ঘোষণাপত্র। বিলম্বটা হচ্ছে নাকি সে কারণেই।
সমীকরণ বলছে, বার্সা ও মেসির একত্র হবার সম্ভাবনা টিকে আছে বেশ ভালোভাবেই। যদিও এরই মধ্যে ফ্রি এজেন্ট তকমা জুটেছে এলএমটেনের। কোপা আমেরিকায় নিজ দেশ আর্জেন্টিনার হয়ে খেলায় ব্যস্ত মেসি। তাই ক্লাব ক্যারিয়ার নিয়ে একদমই নীরব তিনি। তবে এই নীরবতা যদি হয় সম্মতির লক্ষণ, তবে প্রিয় তারকাকে নিজেদের মনে করতেই পারেন বার্সা ভক্তরা।
অবশ্য এমনই ইঙ্গিতই দিয়েছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। তার দাবি, বার্সেলোনাতেই নাকি থাকতে চান মেসি। নতুন চুক্তি এখন প্রক্রিয়াধীন। প্রশ্ন উঠেছে, তাহলে বিলম্ব কেন? কারণটাও পরিষ্কার। গণ্ডগোলটা লা লিগার ফিন্যানশিয়াল ফেয়ার প্লে’র শর্ত নিয়ে।
শর্ত অনুযায়ী, আয় ব্যয়ে সামঞ্জস্য আনতে চেষ্টা চালাচ্ছে কাতালান ক্লাবটি। যদিও এ বছরের সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবল ক্লাব হয়েও বার্সার আয় কমেছে প্রায় ১২৫ মিলিয়ন ডলার।
আর শর্তের এই মারপ্যাঁচ কাটিয়ে খুব দ্রুতই চুক্তি হবে মেসি-বার্সেলোনার, এমনটাই ইঙ্গিত স্প্যানিশ গণমাধ্যমের।
Leave a reply