ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে সিরিজ খেলতে রাজি হওয়ায় নিজেদের দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সমালোচনা করেছেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। তার মতে, এই সিরিজ আয়োজন করে দেশের সম্মানহানি করা হয়েছে। ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসের সমালোচনাও করেন ৫৭ বছর বয়সী রানাতুঙ্গা।
১৩ জুলাই থেকে শুরু হওয়া সিরিজে থাকছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। এরই মধ্যে কোহলি, রোহিত, শামি, বুমরাহদের ছাড়াই শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারতীয় দল পৌছেছে কলম্বোতে। প্রথম সারির দলটি এখন ইংল্যান্ড সফরে।
রানাতুঙ্গা বলেন, ভারতীয় যে দলটি এসেছে সেটা তাদের সেরা দল না, বরং দ্বিতীয় সারির দল। তিনি প্রশ্ন তোলেন ক্রীড়ামন্ত্রী ও লঙ্কান বোর্ডের কর্তাব্যক্তিদের দিকে যে, তারা কি জানে না ভারত তাদের দ্বিতীয় সারির দল পাঠিয়েছে শ্রীলঙ্কায় খেলতে? তিনি আরও বলেন, শ্রীলঙ্কা এখন র্যাঙ্কিং এর নিচের দিকে আছে। তবে ক্রিকেটিং নেশন হিসেবে এর আছে আলাদা পরিচয় ও মর্যাদা। শ্রীলঙ্কারও উচিত হবে না ভারতের বি টিমের সাথে নিজেদের সেরা একাদশকে খেলানো।
এদিকে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের দাবি, তিন ফরম্যাটের ক্রিকেটের জন্য তিনটি আলাদা দল এখন সব দেশই বানিয়ে থাকে। ভারতও তেমন কিছু করেছে।
Leave a reply