প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা। ম্যাচের ৪০ মিনিটে মেসির দুর্দান্ত পাস থেকে গোল করেন ডি পল।
শেষ আটে এ-গ্রুপের এক নম্বর দল আর্জেন্টিনার সাথে বি-গ্রুপের চার নম্বর দল ইকুয়েডরের খেলাটি আজ রোববার (৪ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হয়।
ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় ইকুয়েডরের গোলকিপার গালিন্দেজ আর্জেন্টিনার প্রথম আক্রমণ প্রতিহত করেন। ৫ মিনিটের মাথায় ইকুয়েডরের পোস্ট লক্ষ্য করে ডি পলের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ১৪ মিনিটের মাথায় লোগলাইন থেকে বল প্রতিহত করে ইকুয়েডরের পতন রোধ করেন রবার্ট আরবোলেডা। ১৭ মিনিটে মেসির কর্নার কিক থেকে বল ধরেন পেজেল্লা; ইকুয়েডরের পোস্ট লক্ষ্য করে শট নিলেও সেটি টার্গেটে ছিল না। ২০ মিনিটের মাথায় ইকুয়েডরের অ্যাঞ্জেলো প্রেসিয়াদো হলুদ কার্ড দেখেন।
২২ মিনিটের মাথায় গোলের সহজ সুযোগ নষ্ট করেন মেসি। ইকুয়েডরের গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। তার শট পোস্টে প্রতিহত হয়।
২৪ মিনিটের মাথায় মেনা অফসাইডের আওতায় পড়েন। ইকুয়েডরের আক্রমণ বিফলে যায়। ৩১ মিনিটের মাথায় ইকুয়েডরের ফ্র্যাঙ্কো হলুদ কার্ড দেখেন।
৪০ মিনিটের মাথায় মেসির পাস থেকে গোল করলেন ডি পল। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ গোলে।
Leave a reply