জাপানে ভারি বৃষ্টি ও ভূমিধসে নিহত ২, নিখোঁজ ২০

|

প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে বিপর্যস্ত জাপান

প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে বিপর্যস্ত জাপানের আতেমি শহর। এখন পর্যন্ত দু’জনের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ২০ জনকে জীবিত পাবার সম্ভাবনা ক্ষীণ।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানানো হয়েছে, ভূমিধসে বিধ্বস্ত ঘরবাড়িগুলো থেকে ১০ বাসিন্দাকে টেনে তোলা হয়েছে। উদ্ধার অভিযানে সেনাবাহিনী, ফায়ার ব্রিগেডের এক হাজার সদস্য কাজ করছেন। ভারি কাঁদামাটিতে ডুবে আছে বেশিরভাগ স্থাপনা। বিদ্যুৎ বিচ্ছিন্ন শহরটির ৩ হাজারের মতো সংযোগ।

রোববারও আতেমি ও আশপাশের শহরগুলোয় ৩১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জাতীয় আবহাওয়া অধিদফতর। আগামী ৪৮ ঘণ্টা এ পরিস্থিতি বিরাজ করবে- এমনটাই পূর্বাভাস। ২০১৮ সালে জাপানে বন্যা ও ভূমিধসে ২ শতাধিক মানুষের মৃত্যু হয়।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply