যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগমুহূর্তে ১১ মিলিশিয়া সদস্য গ্রেফতার

|

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগমুহূর্তে ১১ মিলিশিয়া সদস্য গ্রেফতার

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগ-মুহুর্তে ১১ সশস্ত্র মিলিশিয়া সদস্যকে গ্রেফতার করলো বোস্টন পুলিশ। শনিবার এক বিবৃতিতে এ অভিযানের খবর নিশ্চিত করা হয়।

সন্ত্রাসবাদী দলটি ‘ডব্লিও বি জেড- বোস্টন’ হিসেবে পরিচিত। রাতভর অভিযান চালানোর আগেই, তাদের শান্তিপূর্ণ আত্মসর্পণের আহ্বান জানায় পুলিশ। পরে তল্লাশি অভিযান চালিয়ে সবাইকে হেফাজতে নেয় নিরাপত্তা বাহিনী। তাদের কাছ থেকে জব্দ করা হয় ভারি রাইফেল, পিস্তলসহ ছিলো বেশি কিছু আগ্নেয়াস্ত্র। অভিযানে কোন গোলাগুলির খবর মেলেনি, হননি কেউ হতাহত।

পুলিশের দাবি, রড আইল্যান্ড থেকে দলটি বিশেষ প্রশিক্ষণের জন্য মেইনে এসেছিলো। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নাশকতা চালানো ছিলো টার্গেট।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply