খুলনার তিন হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু

|

খুলনার তিন হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু

খুলনার তিন হাসপাতালে করোনায় ১৪ জন ও উপসর্গে ১ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (৪ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে সাতজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দু’জন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে খুলনা আবু নাসের হাসপাতালের নতুন করোনা ইউনিটে প্রথমদিনে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে।

খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, হাসপাতালে করোনা শনাক্ত হওয়া ২৪ জন রোগী ভর্তি রয়েছে যাদের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ৭ জন রয়েছে। প্রথমদিনে কোনো রোগীর মৃত্যু হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply