করোনায় আক্রান্ত হচ্ছেন মালয়েশিয়া প্রবাসীরা; এ পর্যন্ত ৩৮ বাংলাদেশির মৃত্য

|

আহমাদুল কবির, মালয়েশিয়া:

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় কমছেই না করোনায় প্রাণহানি ও সংক্রমণের হার। কঠোর বিধি-নিষেধ জারি থাকলেও নিয়ন্ত্রণে আসছে না করোনা। দেশটিতে এ পর্যন্ত করোনায় ৫ হাজার ৪৯৭ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৩৮ জন বাংলাদেশি অভিবাসী। করোনায় ১৫ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন শুধু গত জুন মাসেই।

আজ রবিবার (৪ জুলাই) সকালে কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ওয়াসিম (৩৫) নামের এক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেছেন।

দেশটির স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৮ মে পর্যন্ত দেশটিতে বসবাসরত ১ লাখ ৫৪ হাজার ৮৭৬ জন অভিবাসীর করোনা পরীক্ষা করে ১ লাখ ৪৬ হাজার ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ১৯২ জন মারা গেছেন এবং ৫ হাজার ১৪১ জন সুস্থ হয়েছেন।

এ পর্যন্ত করোনা শনাক্ত হওয়া অভিবাসীদের মধ্যে ৬৬ হাজার ৯৫৮ জন বাংলাদেশি। যাদের মধ্যে ২৮৮২ জন এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি শতভাগ কার্যকর করতে মালয়েশিয়ায় কঠোর লকডাউনের পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিতে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) মানতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন।

করোনাভাইরাস পরিস্থিতিতে সবচেয়ে কঠিন সময় মোকাবিলা করছেন দেশটিতে থাকা অভিবাসী কর্মীরা। মহামারিতে জারি করা নানা বিধিনিষেধে জীবনের চাকা সচল রাখতে কঠিন সময় পার করছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply