ফার্স্ট ক্লাস ক্রিকেটে এক হাজার উইকেট জিমি অ্যান্ডারসনের

|

কেন্টের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের ১০০০ তম উইকেট পেলেন টেস্ট ইতিহাসের অন্যতম সফল পেসার জেমস অ্যান্ডারসন। লাল বলের খেলায় ৯৯৫ উইকেট নিয়ে খেলতে নেমেছিলেন জিমি। প্রথম দেড় দিন বৃষ্টিতে ধুয়ে গেলেও বল মাঠে গড়ানোর পর খুব বেশি সময় নেননি এই ইংলিশ পেসার।

এমিরেটস ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে নিজ নামের প্রান্ত থেকে বল শুরু করে প্রথম তিন ওভারের প্রতিটিতেই উইকেট নেন জিমি অ্যান্ডারসন। ইংল্যান্ড সতীর্থ জ্যাক ক্রলি, জর্ডান কক্স ও ওলি রবিনসনকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন জিমি। জ্যাক লিনিং কিছুটা প্রতিরোধ গড়লেও অ্যান্ডারসনের কাছেই পরাস্ত হতে হয় তাকে। পরের ওভারে কুনও উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হলে অ্যান্ডারসনের বোলিং ফিগার দাঁড়ায় ৭-৫-৩-৫!

অ্যান্ডারসন আরও দুটি উইকেট নেন এবং কেন্ট অলআউট হয় ৭৪ রানে। ১০ ওভারে ১৯ রানে অ্যান্ডারসন নেন ৭টি উইকেট। এর মাধ্যমে ৫১ বারের মত ৫ উইকেট পেলেন তিনি। ১৯ রানে ৭ উইকেট ল্যাঙ্কাশায়ারের হয়ে জিমি অ্যান্ডারসনের সেরা বোলিং ফিগার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply