কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বুধবার (৭ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সকালে ইয়াবা পাচারের গোপন সংবাদে টেকনাফ-কক্সবাজার সড়কের থাইংখালী এলাকায় সড়কে চেকপোস্টে তল্লাশির সময় একটি সিএনজিতে থাকা ৩ জনকে মাদকসহ আটক করে তারা।
এ সময় উপস্থিত স্বাক্ষীদের সামনে গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা কাপড়ের ব্যাগ এবং সিএনজি তল্লাশি করে পঞ্চাশ হাজার পিস ইয়াবাসহ সিএনজিটি জব্দ করা হয়।
আটককৃত তিনজন হলেন, সরওয়ার আলম(২২), মো. মোবারক(১৮) ও আব্দুল্লাহ আল মামুন (২১)। র্যাব জানিয়েছে সিএনজিটি আটকের সময় আরও দুইজন অজ্ঞাত আসামি পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a reply