নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় হাসেম ফুড বেভারেজ কোম্পানি কারখানায় আগুন লেগেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক শ্রমিক কারখানার ভেতরে আটকা পড়েছে। তাদেরকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর উদ্ধার কর্মীরা। আগুন লাগার পর ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে স্বপ্না রানী ও মিনা আক্তার নামে ২ নারী শ্রমিক আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহত দু’জন কারখানার ওডি সেকশনে কাজ করতেন। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সেকশনের ৫টি ফ্লোরে ওভারটাইম কাজ করছিল শ্রমিকরা।
আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী আরেফিন সিদ্দিক।
আরেফিন সিদ্দিক জানান, বিকেলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডেমরা, কাঞ্চন, ঢাকা-নারায়ণগঞ্জসহ মোট ১৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।
তিনি আরও জানান, আগুনে ওই কারখানায় অনেক শ্রমিক আটকা পড়েছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।
Leave a reply