আজ থেকে ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার বন্ধ

|

ছবি: সংগৃহীত

ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)৷

শুক্রবার (৯ জুলাই) এক বিজ্ঞতিতে বলা হয়, ৯ জুলাই থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা যাবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। যা চলবে আগামী ১৪ জুলাই মধ্য রাত পর্যন্ত। এর মধ্যে বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন, প্রাতিষ্ঠানিক কার্যক্রম, দোকানপাট ও শপিং মল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply