ভবনের ৫ম তলায় কোনো লাশ পাওয়া যায়নি: ফায়ার সার্ভিস মহাপরিচালক

|

সেজান ফুড ফ্যাক্টরিতে আগুন: নিহত বেড়ে ৫০

সেজান ফুড ফ্যাক্টরিতে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের পঞ্চম তলায় কোনো মরদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন। শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

এসময় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান আগামীকালও চলবে বলে জানিয়েছে মহাপরিচালক।

ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ভবন নির্মাণে কোনো ধরণের ত্রুটি কিংবা কারো গাফিলতি রয়েছে কিনা তা যাচাই করে দেখবে।

এদিকে কারখানায় আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুসের ফ্যাক্টরিতে আগুনের ওই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট দীর্ঘ প্রায় ২০ ঘণ্টার চেষ্টায় শুক্রবার দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এখন পর্যন্ত এ ঘটনায় ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply