দীর্ঘ ২২ বছর পর আবারও স্লাইডার বানানা ফোন বাজারে আনতে যাচ্ছে নকিয়া। নকিয়া ফোন প্রস্তুতকারক এইচএমডি সম্প্রতি এই ঘোষণা দিয়েছে।
আগামী মে মাসে এই ফোনটি বাজারে ছাড়া হবে বলেও এইচএমডি জানিয়েছে।
বানানা বা কলার মতো বাঁকানো এই ফোনটি ম্যাট্রিক্স সিনেমার কল্যাণে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। হলুদ ও কালো রঙের সেই ঝলমলে হ্যান্ডসেটটি ব্যবহারকারীদের ফিরিয়ে দেবে সেই পুরনো আমেজ।
নকিয়ার ৮১১০ ফোনটিতে দুই দশমিক ৪০ ইঞ্চি রঙিন স্ক্রিন, এবং দুই মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে। প্রতিটি হ্যান্ডসেটের দাম ৬৯ ডলার ৫০ সেন্ট পড়বে বলে জানানো হয়েছে।
স্মার্ট এই যুগে চার্জ ধরে রাখতে রীতিমতো হিমশিম খেতে হয়, এমনকি মাঝে বেশ জটিল পরিস্থিতর তৈরিও করে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই ফোনের ব্যাটারির চার্জ থাকবে ২৫ দিন। কেননা, এটা নকিয়া।
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply