মিয়ানমারের জেনারেলদের ওপর নিষেধাজ্ঞা আরোপে সম্মত ইইউ

|

মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার জোটটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, রাখাইন রাজ্যে পরিকল্পিতভাবে গণহত্যা চালানোর উদ্দেশ্যেই সেনা অভিযান চালানো হয়েছে। উর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নির্দেশেই এসব হত্যাযজ্ঞ চালানো হয় বলেও জানানো হয় বৈঠকে। এ অবস্থায় মিয়ানমার সেনাবাহিনীর ওপর সামরিক নিষেধাজ্ঞাসহ বিভিন্ন কড়াকড়ি আরোপের সিদ্ধান্তও নেয়া হয়েছে। খুব দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও জানানো হয়। এদিকে রাখাইনে চলামান সহিংসতাকে আবারও জাতিগত নিধন হিসেবে আখ্যা দিলো জাতিসংঘ। সোমবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply