ইউরো ২০২০ এর ফাইনালে পেনাল্টি শ্যুটআউট থেকে গোল স্কোর করতে না পারায় ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের প্রতি যে কোনো ধরণের বৈষম্যমূলক ও বর্ণবাদী আক্রমণ বা আচরণ করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন।
ইউরোর ফাইনালে গতকাল রোববার ( ১২ জুলাই) মার্কাস র্যাশফোর্ড, জেইডন সাঞ্চো ও বুকোয়া সাকা পেনাল্টি শ্যুটআউটে স্কোর করতে ব্যর্থ হওয়ায় তাদের ওপর বর্ণবাদী আক্রমণের আশঙ্কা থেকেই এই নির্দেশ দিলেন দেশটির প্রধানমন্ত্রী। বরিস জনসন খেলোয়াড়দের পাশে থাকার আহবান জানিয়ে এক টুইট বার্তায় বলেছেন, অনলাইনে বর্নবাদী আচরণ না করে এই দলটিকে আমাদের উচিৎ নায়কোচিত সম্মান জানানো। যারা বৈষম্যমূলক আচরণ করছেন তাদের লজ্জিৎ হওয়া উচিৎ।
দেশটির ফুটবলের সর্বোচ্চ সংস্থা এফএ তাদের সাইটে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের জাতীয় দলের কোনো খেলোয়াড়ের প্রতি যেকোনো বৈষম্য ও অনলাইনে বর্ণবাদী আচরণের প্রতিবাদ ও পরবর্তীতে খেলোয়াড়দের প্রতি এ ধরণের বৈষম্যমূলক আচরণ করা থেকে কঠোরভাবে নিরুৎসাহিত করছি। এমন দুঃসময়ে খেলোয়াড়দের পাশে থাকা আমাদের জাতীয় কর্তব্য।
ইংল্যান্ড জাতীয় ফুটবল দল তাদের টুইটারের মাধ্যমে জানিয়েছে, আমাদের জার্সি গায়ে যারা মাঠে সবকিছু উজাড় করে দেয়, তাদের প্রতি যেকোনো অন্যায় ও অনলাইনে বর্ণবাদী আচরণের তীব্র প্রতিবাদ জানাই।
বৃটেনের পুলিশ বিভাগ জানিয়েছে তারা অনলাইনে বর্ণবাদী আচরণকারীদের বিরুদ্ধে অতিসত্ত্বর ব্যবস্থা নেবে। লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, এই অগ্রহণযোগ্য বর্ণবাদী আচরণের সাথে কোনো আপস করা হবেনা। সাদিক খান সোশ্যাল মিডিয়াগুলোকে ঐসব বর্ণবাদী টুইট ও স্ট্যাটাস দ্রুত রিমুভ করে ফেলতেও অনুরোধ জানিয়েছেন।
এই দুঃসময়ে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোও। ক্লাস আর্সেনাল তাদের উইঙ্গার সাকা’র উদ্দেশ্যে টুইট করেছে, ফুটবল মাঝেমাঝে নিষ্ঠুর হতে পারে। কিন্তু তোমার ব্যক্তিত্ব, চরিত্র ও সাহসিকতার জন্য আমরা গর্বিত। আমরা আশা করছি তুমি দ্রুত আমাদের মাঝে ফিরে আসো। ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড মার্কাস র্যাশফোর্ডকে উৎসাহ দিয়ে বলেছে, একটি মাত্র কিক তোমাকে খেলোয়াড় বা ব্যক্তি হিসেবে মূল্যায়ন করার জন্য যথেষ্ট নয়। আমরা তোমাকে ভালোবাসি।
Leave a reply