ইরাকে করোনা ওয়ার্ডে আগুন, নিহত ৫০

|

ইরাকে করোনা ওয়ার্ডে আগুন, নিহত ৫০

ছবি: সংগৃহীত

ইরাকের নাসিরিয়ায় এক হাসপাতালে ভয়াবহ আগুনে প্রাণ গেছে কমপক্ষে ৫০ জনের। সোমবার দক্ষিণাঞ্চলীয় শহরটির আল হুসেইন হাসপাতালের করোনা ইউনিটে হয় আগুনের সূত্রপাত।

দুর্ঘটনায় গুরুতর দগ্ধ ২০ জনের বেশি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রাতে কোভিড আইসোলেশন ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ছড়িয়ে পড়ে আগুন।

তবে ধি কার প্রদেশের স্বাস্থ্য বিভাগ বলছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে হয় আগুনের সূত্রপাত। মাত্র তিন মাস আগেই আল হুসেইন হাসপাতালে নতুন কোভিড ওয়ার্ডটি চালু হয়। দুর্ঘটনার সময় কক্ষটিতে ৬৩ জনের মতো রোগী ছিল। হাসপাতাল ভবন নির্মাণেও দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে প্রাথমিক তদন্তে।

ইরাকে তিন মাসের মধ্যে ২য় বারের মতো হাসপাতালের কোভিড ইউনিটে আগুনের ঘটনা ঘটলো।

এর আগে, এপ্রিলে বাগদাদের এক হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের ঘটনায় প্রাণ যায় ৮২ জনের।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply