ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ

|

বন্যায় বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে গিয়েছে ভারতের হিমাচল প্রদেশ। সোমবার (১২ জুলাই) থেকে টানা বৃষ্টিতে কাংড়া জেলায় সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি।

বন্যার প্রভাবে হওয়া ভূমিধসে এখনও পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৭ জন। নিখোঁজ আছে বহু মানুষ। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পানির তীব্র স্রোতে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত বহুতল ভবনের ভীত। ভেসে গেছে বেশকিছু গাড়ি। ক্ষতির মুখে ব্যবসা প্রতিষ্ঠানও। ধ্বংসস্তূপে চাপা পড়েছেন অনেকে। রাস্তা ভেঙে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। আটকে পড়া ও নিখোঁজদের উদ্ধার করতে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

রাজ্য সরকার ঘোষণা দিয়েছে, নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হবে। ভুক্তভোগীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে। পাশাপাশি দেয়া হচ্ছে খাদ্য সহায়তা।

এছাড়াও বন্যা কবলিত হতে পারে হিমাচলের অন্যান্য জেলা, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply