ভোগান্তি আর করোনা ঝুঁকি মাথায় নিয়েই ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষ। সড়ক, নৌ ও ট্রেনে সকাল থেকেই যাত্রীদের ভিড়।
যানবাহনের বাড়তি চাপে ঢাকার বাইরের মহাসড়কগুলোয় দীর্ঘ যানজট। সড়কে ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরমুখো মানুষের। সবচেয়ে বেশি জট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।
বরাবরের মতোই লঞ্চ ও ফেরিঘাটগুলোতেও যাত্রীদের উপচে পড়া ভিড়। সদরঘাটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। লঞ্চ-ফেরি-স্পিডবোটে গাদাগাদি করেই নদী পাড়ি দিচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। লঞ্চেও মানা হচ্ছে না অর্ধেক যাত্রী নেয়ার বিধিনিষেধ। আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ।
তবে ঈদ করতে অনেকটা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন ট্রেনের যাত্রীরা। সরকারি নিয়ম মেনে যথাসময়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো।
এনএনআর/
Leave a reply