খাগড়াছড়িতে ২২ জুলাই পর্যন্ত পর্যটন কেন্দ্র বন্ধ

|

খাগড়াছড়িতে ২২ জুলাই পর্যন্ত পর্যটন কেন্দ্র বন্ধ।

ঈদ উল আজহায় বন্ধ থাকছে পার্বত্য জেলা খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র। জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে এ ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানায়, ১৫-২২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। মূলত করোনা ভাইরাসের প্রকোপ থেকে জেলাবাসীকে বাঁচাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, বিধি নিষেধ না থাকলেও কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় জেলার সকল পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।

এদিকে, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে জেলার সবক’টি বিনোদন কেন্দ্র। মাঝখানে লকডাউন শিথিল করা হলেও খোলা হয়নি জেলা পরিষদ পার্কসহ আলুটিলা পর্যটন কেন্দ্র। সংক্রমণ প্রতিরোধে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণেও নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় কোন ধরণের ব্যস্ততা নেই পর্যটন সংশ্লিষ্টদেরও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply