দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে শ্রীলঙ্কা ও ভারত

|

ছবি: সংগৃহীত

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও ভারত। টসে জিতে ব্যাট করছে এখন শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভারে ২৪ রান তুলেছে লঙ্কানরা।

প্রথম ম্যাচে ১৩ ওভার ২ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয়ে ভারত তাদের শক্তিমত্তা দেখিয়েছে। শীর্ষ ক্রিকেটারদের অনুপস্থিতির পরও ভারতের আগ্রাসী শুরুর কাছে খেই হারিয়েছে লঙ্কানরা। তারুণ্যনির্ভর দলটির ব্যাটিংয়ে ঘাটতি স্পষ্ট। অন্যদিকে চাহাল-কুলদ্বীপ ও ক্রুনাল পান্ডিয়ার স্পিন ভারতের বড় শক্তি। ভারত তাদের একাদশ অপরিবর্তিত রেখেছে। শ্রীলঙ্কার একাদশে ইসুরু উদানার জায়গায় আজ খেলছেন কাসুন রাজিথা।

শ্রীলঙ্কা রয়েছে পরাজয়ের বৃত্তে। সবশেষ ৯ ম্যাচে তাদের জয় মাত্র একটি ম্যাচে। ভারতের বেশ ক’জন শীর্ষ ক্রিকেটার এই সিরিজ না খেললেও স্কোয়াডের খেলোয়াড়রাই নিজেদের প্রমাণ করতে যে সক্ষম তাই দেখিয়েছে প্রথম ম্যাচে। লঙ্কানরা এবার ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটিই এখন দেখার বিষয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply