অপহরণের ২৫ দিন পর কিশোর উদ্ধার, গ্রেফতার ৬

|

নরসিংদীর রায়পুরা শহর থেকে সাগর অপহৃত হয়েছিল

স্টাফ রিপোটার, নরসিংদী:

নরসিংদীর রায়পুরা থেকে অপহরণের ২৫ দিন পর ব্যাটারিচালিত অটোরিকশার চালক এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধারকৃত ওই কিশোরের নাম সাগর মিয়া (১৬)। সে উত্তর মির্জানগর ইউনিয়নের বাহেরচর গ্রামের বাসিন্দা। সোমবার বিকেলে তাকে ঢাকার উত্তরখান থানার মাস্টারবাড়ি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। গত ২৫ দিন ওই বাড়িটিতে তাকে তালাবদ্ধ করে রাখা হয়েছিল।

গত ২৫ জুন বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশাসহ রায়পুরা শহর থেকে সাগর অপহৃত হয়েছিল। মঙ্গলবার (২০ জুলাই) সকালে এই ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে রায়পুরা থানায় একটি মামলা করা হয়েছে। সাগরের সাথে থাকা ব্যাটারিচালিত অটোরিকশাটিও উদ্ধার করেছে রায়পুরা থানার পুলিশ।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, তথ্য প্রযুক্তির সাহায্যে সাগরকে উদ্ধার করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply