ভারতে দুই-তৃতীয়াংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে

|

ভারতে দুই-তৃতীয়াংশ মানুষের শরীরে অ্যান্টিবডি। ছবি: সংগৃহীত

ভারতে দুই-তৃতীয়াংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। সম্প্রতি চালানো এক জরিপে উঠে এসেছে এমন তথ্য।

প্রতিবেদনে বলা হয়, ভারত জুড়ে জুন এবং চলতি মাসে ২৯ হাজার মানুষের অ্যান্টিবডি টেস্ট করা হয়। এর মধ্যে প্রথমবারের মতো ৬ থেকে ১৭ বছর বয়সী প্রায় ৯ হাজার শিশুর অ্যান্টিবডি পরীক্ষা করা হয়।

জরিপে উঠে আসে, প্রাপ্ত বয়স্ক ৬৭ দশমিক ৬ শতাংশ মানুষের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডির উপস্থিতি। যার মধ্যে ৬২ শতাংশ ভারতীয় এখনও ১ ডোজ ভ্যাকসিনও পায়নি।

একই সাথে ৭ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীর ওপর জরিপ চালানো হয়। যেখানে অ্যান্টিবডির অস্তিত্ব মিলেছে ৮৫ শতাংশের মাঝে। তবে ৪০ কোটি ভারতীয়র শরীরে এখনও অ্যান্টিবডি তৈরি হয়নি বলেও জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply