জার্মানিতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৭১

|

জার্মানিতে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে। মঙ্গলবার সরকারি হিসেবে এই তথ্য জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, এখনও ১৫৫ জন নিখোঁজ রয়েছে। এছাড়া আহত হয়েছে ৭৬৩ জন। কয়েক দিনের ভয়াবহ বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এখনও চলছে উদ্ধার কাজ।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাইনল্যান্ড প্যালা-টি-ন্যাট প্রদেশে চলছে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার কার্যক্রম। এখনও অনেক এলাকায় স্বাভাবিক হয়নি বিদ্যুৎ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত এলাকা গুলোতে নিরাপদ পানির সঙ্কট দেখা দিয়েছে। ফায়ারসার্ভিস এবং সেনাবাহিনীর মাধ্যমে খাদ্য ও জরুরি সহায়তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply