বরগুনা প্রতিনিধি:
রাত ১২টার পরই ফিশিং বোট নিয়ে সাগরের দিকে ছুটবেন জেলেরা। মাছের উৎপাদন বৃদ্ধির জন্য মৎস্য শিকারের ওপর টানা ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে সাগরে যাচ্ছেন বরগুনাসহ উপকূলীয় এলাকার জেলেরা। সাধারণত ইলিশের মৌসুম পাঁচ মাস থাকলেও নিষেধাজ্ঞার কারণে এবার জেলেরা ইলিশের মৌসুম পেয়েছেন মাত্র দুই মাস।
৬৫ দিন পর আবারও নিজ পেশায় ফিরতে পেরে খুশি জেলেরা। অন্যদিকে আড়ৎদাররাও নতুন করে সাজিয়ে নিচ্ছেন তাদের আড়ৎ। ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকাররাও ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন ইলিশ বিক্রির জন্য।
এই ৬৫ দিন করোনা ও লকডাউন এর কারণে বিকল্প কর্মসংস্থান না থাকায় তারা ধার-দেনা করে সংসার চালিয়েছেন। এখন ভালো ইলিশ শিকার হলে তারা এই ধারদেনা শোধ করতে পারবে তারা। বেশ কিছুদিন সমুদ্রে মাছ ধরা হয়নি বলে এখন ইলিশ বেশি ধরা পড়বে বলে আশা জেলেদের।
চলতি বছরের ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।
Leave a reply