এবারও ১০ থেকে ৩০ টাকায় বিক্রি হয়েছে ছাগলের চামড়া

|

বিনামূল্যে ছাগলের চামড়া দিতে চাইলেও ক্রেতারা নিচ্ছেন না, এমন ঘটনাও ঘটেছে। সংগৃহীত ছবি।

সারাদেশে ঈদুল আজহার কোরবানি শেষে চলছে পশুর চামড়া কেনাবেচা ও সংরক্ষণের কাজ। এ বছর সরকার নির্ধারিত দামেই চামড়া কেনার দাবি করলেও বিক্রেতাদের অভিযোগ, ছাগলের চামড়া প্রতিপিস ১০ থেকে ৩০ টাকাতে বিক্রি করতে হয়েছে তাদের। তবে গরুর চামড়ায় এলাকাভেদে ৩০০ থেকে ১ হাজার টাকা দাম পাওয়া গেছে।

এর ফলে সরাসরি মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে চামড়া দান করতে দেখা গেছে অধিকাংশ মানুষকে।

তবে চট্টগ্রামে দুবছরের খরা কাটিয়ে উঠেছে চামড়া শিল্প। দিনশেষে কমদাম পেলেও বিক্রেতাদের আগের বছরগুলোর মতো চামড়া ফেলে দিতে হয়নি। তবে কোনো কোনো জায়গায় বিনামূল্যে ছাগলের চামড়া দিতে চাইলেও ক্রেতারা নেয়নি, এমন ঘটনাও ঘটেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply