দেবী বেশে বিদায় নিলেন বলিউড সুপারস্টার শ্রীদেবী। আজ বুধবার বিকাল ৪টার দিকে ভিলে পার্লে সেবাসমাজ শ্মশানের অত্যেষ্টিস্থলে পৌঁছে শ্রীদেবীর মরদেহ। শেষ যাত্রায় শ্রদ্ধা জানাতে পরিবারের সদস্যের সাথে সেবাসমাজ শ্মশানে উপস্থিত ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান।
এর আগে শ্রীদেবীর মরদেহ ভক্তদের শ্রদ্ধা জানানোর জন্য সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত লোখান্ডওলার সেলিব্রেশন স্পোর্টস কমপ্লেক্সে রাখা হয়। তারপর ফুলে সাজানো একটি ট্রাকে করে নিয়ে যাওয়া হয় ভিলে পার্লে সেবাসমাজ শ্মশানের অত্যেষ্টিস্থলে।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে পদ্মশ্রীপ্রাপ্ত এই মহানায়িকাকে গানস্যালুটের মাধ্যমে পূর্ণ রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হয়। পুলিশের চার সদস্য তাঁর দেহ জাতীয় পতাকায় ঢেকে দেন।
শেষকৃত্যের জন্য ‘চাঁদনি’ খ্যাত শ্রীদেবীকে সাজানো হয় দেবী বেশে। গায়ে দেয়া হয় সোনালী পাড়ের লাল বেনারসী শাড়ি। ঠোঁটে লাল লিপস্টিক, কপালে ছোট লাল টিপ। যেন পুরোপুরি এক অপরূপ দেবী। যে টেবিলের ওপর তাঁর মরদেহটি রাখা হয়েছে সেটিও রজনীগন্ধার মালা দিয়ে সাজানো হয়।
ভিলে পার্লে সেবাসমাজ শ্মশানের অত্যেষ্টিস্থলে অনুরাগীদের ভিড় দেখা যায়। ভিড় সামলাতে পুলিশের লাঠিচার্জও করতে হয়েছে।
Leave a reply