প্রথমবারের মতো হজের নিরাপত্তাব্যবস্থায় নারী কর্মী নিয়োগ দিলো সৌদি আরব। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই ঘটনাকে বর্ণনা করা হয়েছে নীরব বিপ্লব হিসেবে।
কয়েক বছর আগে সৌদিতে নারীদের ড্রাইভিং লাইসেন্স দেয়া হয়েছিল। এর আগে দেশটিতে নারীদের জন্য গাড়ি চালানোর অনুমতি ছিলো না। গাড়ি চালানোর অনুমতি দেয়ার পর এই ঘটনা সৌদির সাংস্কৃতিক বিপ্লবের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে স্থানীয় নারী অধিকার সংগঠনগুলো বলছে ভিন্ন কথা, তাদের দাবি, দৃশ্যমান সংস্কার করলেও সৌদি আরব নারী অধিকার কর্মীদের উপর নানা সময়ে নির্যাতন চালিয়ে থাকে।
এবারের হজে বিদেশি কাউকে অনুমোদন দেয়া হয়নি দেশটিতে। গত বছরও একই ঘটনা ঘটেছিল। তবে দেশের অভ্যন্তরের বহু সংখ্যক লোক এবার হজে শামিল হয়েছেন।
Leave a reply