রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে

|

রাজধানীর হাসপাতালগুলোতে ঢাকার বাইরে থেকে আসা রোগীর চাপ বাড়ছেই।

রাজধানীর হাসপাতালগুলোতে ঢাকার বাইরে থেকে আসা রোগীর চাপ বাড়ছেই। বেশিরভাগ রোগীর অবস্থা আশঙ্কাজনক। তীব্র শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে আসছে তারা।

বেশিরভাগ হাসপাতালে সক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি থাকায় নতুন রোগী ভর্তি কঠিন হচ্ছে। আইসিইউ সঙ্কট তো রয়েছেই। চাপ বেড়েছে কোভিড পরীক্ষা করতে আসা মানুষের। বিভিন্ন বয়সের মানুষ সর্দি-কাশি ও জ্বরসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন করোনা পরীক্ষা করাতে।

এদিকে, সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কগুলোতে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যারা বের হয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চেকপোস্টে। যৌক্তিক কারণ দেখাতে না পারলে করা হচ্ছে জরিমানা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply