রাজধানীস্থ তোপখানা রোডের গফুর টাওয়ারের ৬ষ্ঠ তলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়েছে। আজ (২৬ জুলাই) বিকেলে ভবনটিতে কর্মরত ব্যবসায়ীরা আকস্মিক আগুনের সূত্রপাত লক্ষ্য করেন। অগ্নিকান্ডের কারণ এখনও জানা যায়নি।
জাতীয় প্রেসক্লাবের ঠিক বিপরীতে অবস্থিত গফুর টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার পর দায়িত্বরত ফায়ার সার্ভিস কর্মকর্তা দিনমণি শর্মা জানান, এই বিল্ডিংটি সার্জিক্যাল পণ্যের মার্কেট হিসেবে বিখ্যাত। সে সুবাদে এখানে প্রচুর পরিমাণ প্লাস্টিক দ্রব্য ছিল, তাই আগুন লাগার সাথে সাথে প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়। আমরা খবর পাওয়া মাত্র ১১টি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
দিনমণি শর্মা আরও বলেন, ভবনটি নির্মাণে বিল্ডিং কোড পুরোপুরি অনুসরণ করা হয়নি। এমনকি, পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থাও সেখানে নেই। অথচ এখানে অনেক মানুষ কাজ করেন, আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে প্রাণহানির শঙ্কা ছিল।
/এসএইচ
Leave a reply