মালিতে বোমা বিস্ফোরণে ৪ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

|

আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ বোমা বিস্ফোরণে চার বাংলাদেশী শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত চারজন।

স্থানীয় সময় বুধবার দুপুরে মালির রাজধানী বামাকো থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে বনি-দোয়েঞ্জা সড়কের ‘মপতি’ এলাকায় আইইডি’র বিস্ফোরণ হয়। নিহতরা হলেন, ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, গ্রামের বাড়ি পিরোজপুর; ল্যান্স কর্পোরাল আকতার, বাড়ি ময়নসিংহ; সৈনিক রায়হান, পাবনায় ও সৈনিক জামাল চাপাইনবাবগঞ্জের। জামাল পাঁচক ছিলেন।

আহতরা হলেন, নওগাঁ’র করপোরাল রাসেল, রাজবাড়ির সৈনিক আকরাম, যশোরের সৈনিক নিউটন ও সৈনিক রাশেদ যার বাড়ি কুড়িগ্রামে। বাকিরা নিরাপদে আছেন বলে জানিয়েছে আইএসপিআর।

শান্তিরক্ষীদের ওপর হামলার নিন্দা ও হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ বলেন, “মালিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পেয়েছি আমরা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, মহাসচিব এবং সেখানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত। নিহতদের পরিবারের প্রতি গভীর দুঃখ প্রকাশ করছি আমরা। আহতদের দ্রুত আরোগ্য লাভ কামনা করছি।”


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply