চীনে উহানের পর করোনার সবচেয়ে ভয়াবহ বিস্তার দেখা দিয়েছে দেশটির পূর্বাঞ্চলীয় শহর- নানজিংয়ে। ভাইরাস ছড়িয়ে পড়েছে রাজধানী বেইজিংসহ ৫টি প্রদেশে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলা হয়, গেলো ২০ জুলাই নানজিংয়ের ব্যস্ততম বিমানবন্দরের কয়েকজন কর্মকর্তার করোনা পজিটিভ ধরা পড়ে। এর জেরে ১১ আগস্ট পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে বিমান বন্দরটির সব কার্যক্রম। কয়েক দিনের ব্যবধানে এখন পর্যন্ত প্রায় দু’শ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। এর মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
ভাইরাসটি ১৩টি শহরে ছড়িয়ে পড়তে পারে এমন শঙ্কায় লকডাউন দিয়ে চলছে গণ নমুনা পরীক্ষা। তবে আক্রান্ত ব্যক্তিরা ভ্যাকসিন নিয়েছিলেন কিনা তা জানানো হয়নি।
Leave a reply