মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের ভিসা নবায়নে বিলম্ব হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে দেশটিতে ভাগ্যের সন্ধানে পাড়ি জমানো শ্রমিকরা। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বলছে, সংকট দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
দেশটির ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা জানান, আগামী তিন মাসের মধ্যে সব সমস্যা সমাধান করা হবে। এই সময়ের মধ্যে প্রায় দুই লাখ ভিসা স্টিকার প্রদান করা হবে। এছাড়া ভিসা নবায়ন প্রক্রিয়াটি দ্রুত করার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলেও জানিয়েছে তারা।
বিলম্বিত হওয়া ভিসা নবায়নের স্টিকারগুলো বেশিরভাগই সেলাঙ্গর, কুয়ালালামপুর এবং নেগরি সেম্বিলান প্রদেশের। এদিকে, পাসপোর্ট প্রদান বিলম্ব হওয়ায় ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
Leave a reply