কিছু বিদেশি গণমাধ্যম সরকারের বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার করছে: তথ্যমন্ত্রী

|

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

কিছু বিদেশি গণমাধ্যম সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য সংবাদ প্রচার করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এমন ধরনের কর্মকাণ্ড কখনোই কাম্য নয় বলেও জানান তিনি।

শনিবার (৩১ জুলাই) দুপুরে ঢাকার সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে রংপুরে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিদেশ থেকে সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ভুল ও অসত্য প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। এছাড়া বিদেশি গণমাধ্যমের কিছু অনুষ্ঠান বিশেষত ‘ফোন ইন’ অনুষ্ঠানে এমন ব্যক্তিদের আনা হয় যারা সরকারের বিরুদ্ধে বলে।

তিনি বলেন, তাদের সেই বক্তব্যকে বিশ্বাসযোগ্য করে তুলতে সরকারের কারো কারো সাক্ষাৎকার নেয়া হয়। তবে তাদের মূল লক্ষ্যই সরকারের বিরুদ্ধে প্রতিবেদন করা। এটা কোনো ভালো গণমাধ্যমের কাজ নয়, হতে পারে না বলেও জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply