বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু ৪২ লাখ ৪৮ হাজার ছুঁইছুই

|

বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু ৪২ লাখ ৪৮ হাজার ছুঁইছুই

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আরও সাড়ে সাত হাজারের বেশি প্রাণ গেলো করোনাভাইরাসে। মহামারিতে মোট মৃত্যু ৪২ লাখ ৪৮ হাজার ছুঁইছুই।

দৈনিক প্রাণহানির শীর্ষে এখনও ইন্দোনেশিয়া। সোমবার ১ হাজার ৫৬৮ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। ৭৮৫ জনের মৃত্যুতে পরের অবস্থানে রাশিয়া। এদিন ব্রাজিলে তুলনামূলক কম ছিল মৃত্যুহার। কোভিডে ২৪ ঘণ্টায় দেশটির প্রাণহানি ৫শ’য়ের কাছাকাছি।

ভারতে গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে সংক্রমিত শনাক্তের সংখ্যা। ৩০ হাজারের কিছু বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাস। মারা গেছে ৪২০ জন। বিশ্বে দৈনিক সংক্রমণ শনাক্তের দিক থেকে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। ৫১ হাজার ৫শ’য়ের বেশি মানুষ কোভিড পজেটিভ শনাক্ত হয়েছে সোমবার।

বিশ্বজুড়ে ৪ লাখ ৬৮ হাজারের কাছাকাছি সংক্রমিত লিপিবদ্ধ হয়েছে এদিন। মোট আক্রান্ত ছাড়ালো ১৯ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply