জাপান থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা দেশে পৌঁছেছে।
মঙ্গলবার বিকালে টিকা বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে উপহার হিসেবে এ টিকা পাওয়া গেলো। জাপানের স্থানীয় সময় সোমবার রাত সোয়া ৯টায় নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান টিকা নিয়ে ঢাকার পথে রওনা করে।
এর আগে ৩১ জুলাই দ্বিতীয় লটে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেয় জাপান। সব মিলে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে।
ইউএইচ/
Leave a reply