সৌম্যর পর গেলেন নাইম শেখ

|

জাম্পার বলে বোল্ড হচ্ছেন নাইম শেখ।

অ্যাডাম জাম্পাকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হলেন নাইম শেখ। সৌম্য সরকারের পর নাইমও উইকেট ছুঁড়ে আসলে সাত ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে টাইগাররা।

মিচেল স্টার্ককে ডিপ ফাইন লেগ দিয়ে দারুণ দুটো ছয় মেরে ভালো কিছুর আশাই দিচ্ছিলেন নাইম শেখ। কিন্তু অ্যাডাম জাম্পার বলে হিসেবের ভুল বুঝাবুঝিতে হয়ে গেলেন বোল্ড। রিভার্স সুইপের জন্য কিছুটা আগেই পজিশন নিয়ে ফেলেছিলেন নাইম। জাম্পা এই সুযোগে জোরে উপর স্ট্যাম্পে রাখেন বল। তাতেই আউট হন ২৯ বলে ৩০ রানের ইনিংস খেলা নাইম। তার ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছয়ের মার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply