শেবামেকে অক্সিজেন সংকট নিরসনের দাবিতে বাসদের বিক্ষোভ

|

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে অক্সিজেন সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে হাসপাতালের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এতে অংশ নেন বিভিন্ন কলোনির বাসিন্দা ও রিকশা চালকরা।

এসময় বক্তারা বলেন, হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেন সংকট। অক্সিজেনের অভাবে মৃত্যু বাড়ছে বলেও অভিযোগ করেন বক্তারা।

প্ল্যান্ট স্থাপন করে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের ব্যবস্থা না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় বিক্ষোভ কর্মসূচি থেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply