আফগানিস্তানের রাজধানী কাবুলে বসবাসরত প্রতিরক্ষামন্ত্রীর বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে একদল আততায়ী। কয়েকদফা বিস্ফোরণ আর গোলাগুলিতে কমপক্ষে ৪ আততায়ী প্রাণ হারায়। এছাড়াও মঙ্গলবারের (৩ আগস্ট) হামলায় আহত হয়েছে আরও ১১ জন।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, কঠোর নিরাপত্তা বেষ্টিত কাবুলের গ্রিনজোনে মন্ত্রীর বাসভবন। প্রবেশদ্বারে ঘটানো হয় জোরালো গাড়ি বোমা বিস্ফোরণ। যদিও এসময় বাড়িতে ছিলেন না প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ্ খান মোহাম্মদী। নিরাপদে বের করা হয় তার পরিবারের সদস্যদের। পুলিশের সাথে গোলাগুলিতে প্রাণ হারায় ৪ হামলাকারী। স্থানীয় হাসপাতালে চলছে আহতদের চিকিৎসা।
আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে মরিয়া তালেবান। হেরাত-কান্দাহার-লস্কর গাহ’তে চলছে তুমুল লড়াই। জাতিসংঘের হিসাব অনুসারে, সোমবার পর্যন্ত লস্কর গাহ’তে উভয়পক্ষের সংঘাতে প্রাণ গেছে কমপক্ষে ৪০ বেসামরিক মানুষের। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, প্রকৃত সংখ্যা আরও বেশি।
উল্লেখ্য, মে মাস থেকেই আফগানিস্তানে সক্রিয় তালেবান।
Leave a reply