এক দিনে ১০০ কোটি টন বরফ গললো গ্রিনল্যান্ডে। গত ২৮ জুলাই প্রায় ২২ গিগাটনের হিমবাহ গলে যায়। ক্ষয়ক্ষতি বিবেচনায় ১৯৫০ সালের পর এটা তৃতীয় সর্বোচ্চ বরফের ক্ষয়। এই বিপুল পরিমাণ বরফগলা পানি তলিয়ে দিতে পারে ফ্লোরিডার সমান জায়গা।
হিমবাহ গলে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস সেন্টিনেল-২ উপগ্রহের তোলা যেসব ছবি সামনে এসেছে তাতে দেখা যায়, আর্কটিক সাগরের তীরের বিস্তৃত এলাকার মাটি বরফের চাদরের নীচ থেকে উন্মুক্ত হয়ে উঠে এসেছে।
গবেষকরা বলছেন, এত ভয়ঙ্করভাবে হিমবাহ গলেছে যার ফলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাজুড়ে ২ ইঞ্চি পর্যন্ত জমে যেতে পারে পানি।
বিজ্ঞানীরা জানান, বুধবার গলে যাওয়া ২২ গিগাটন হিমবাহের ১২ গিগাটনই সাগরের পানিতে মিশে গেছে। তুষারপাতের ফলে বাকি ১০ গিগাটন শুষে নিয়েছে মাটির উপরের বরফের পুরু স্তর। ধীরে ধীরে ফের পানি জমে বরফ হয়ে যাবে। তবে তাপমাত্রা ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়ায় যেভাবে উষ্ণ বাতাসে আর্কটিক অঞ্চল অবরুদ্ধ হয়ে গেছে তাতে আগামী দিনগুলোয় আরও বড় বিপদের আশঙ্কা রয়েছে দাবি করছেন বিজ্ঞানীরা।
Leave a reply