খুলনায় বৃদ্ধাকে পরপর দুই ডোজ করোনার টিকা দেয়ার অভিযোগ

|

খুলনার এই বৃদ্ধাকে পরপর দুই ডোজ করোনার টিকা দেয়ার অভিযোগ উঠেছে।

খুলনা ব্যুরো:

খুলনায় জহুরা বেগম নামে ৭২ বছর বয়সী এক নারীকে পরপর দুই ডোজ করোনার টিকা দেয়ার অভিযোগ উঠেছে। নগরীর সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার নগর স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা তাকে দুইবার টিকা দিয়েছেন বলে অভিযোগ ওই নারীর।

শনিবার (৭ আগস্ট) সকালে ওই নারী সংশ্লিষ্ট টিকা কেন্দ্রে যাবার পর প্রথম ডোজ টিকা গ্রহণ করেন। তিনি বের হওয়ার সময় পুনরায় স্বাস্থ্য কর্মীরা তাকে আরেক ডোজ টিকা দেন। তিনি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের অবহিত করলে ঘটনাটি জানাজানি হয়ে যায়।

দুই ডোজ টিকা পাওয়া জহুরা বেগম বলেন, আমি এক চেয়ারে বসার পর আমাকে একটা টিকা দেয়। এরপর আরেক চেয়ারে গিয়ে বসি সেখানেও আমাকে টিকা দেওয়া হয়।

তবে, খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে তারা ঘটনা সম্পর্কে অবহিত নয়। খুলনা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আবদুল্লাহ বলেন, আমরা খোঁজ নিচ্ছি। এ ধরনের কিছু ঘটে থাকলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply