প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় গেরিলা। তার জীবন উৎসর্গ করে গেছেন বঙ্গবন্ধুর আদর্শে।
রোববার (৮ আগস্ট) বেগম মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন আজ
শেখ হাসিনা বলেন, বেগম মুজিব শক্ত অবস্থান না নিলে দেশ স্বাধীন হতো না। তিনি সারাজীবন নিজের সর্বস্ব দিয়ে নির্যাতিত নারীদের পাশে দাঁড়িয়েছেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক সিদ্ধান্তগুলো যেন সঠিক সময়ে কার্যকর হয় সে ব্যবস্থাও নিয়েছিলেন বেগম মুজিব। আওয়ামী লীগকে দিতেন সঠিক দিকনির্দেশনা।
আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার’ জন্য পাঁচ নারীকে এবারে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক প্রদান করা হয়।
ইউএইচ/
Leave a reply