বাংলাদেশে আজ মহররমের চাঁদ দেখা যায়নি, আগামী ২০ আগস্ট পবিত্র আশুরা

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার (১০ আগস্ট) পবিত্র জিলহজ মাসের ত্রিশ দিন পূর্ণ হবে এবং আগামী বুধবার (১১ আগস্ট) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে আগামী শুক্রবার (২০ আগস্ট) পবিত্র আশুরা পালিত হবে।

আজ সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। এছাড়া সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে শোলাকিয়া মসজিদের গ্র্যান্ড ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার সালেহি উপস্থিত ছিলেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply