সাকিবের সামনে কেবল শচীন ও কোহলি

|

সর্বোচ্চ বার ম্যান অব দ্য সিরিজের রেকর্ডটাকে নিজের করে নেয়ার দিকেই এগোচ্ছেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে সর্বোচ্চ সংখ্যক ম্যান অব দ্য সিরিজ হবার রেকর্ডের সামনে এখন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সামনে এখন কেবল ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি।

সর্বোচ্চ ২০ বার ম্যান অব দ্য সিরিজ হয়েছেন শচীন। তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন শচীনের স্বদেশী ভিরাট কোহলি। কোহলির ঝুলিতে আছে ১৯ বার ম্যান অব দ্য সিরিজের পুরস্কার। আর ঠিক তার পরের অবস্থানেই আছেন সাকিব আল হাসান। এ পর্যন্ত ১৫ বার ম্যান অব দ্য সিরিজ হবার গৌরব অর্জন করেছেন তিনি।

তবে একটি রেকর্ডে এখনই কিংবদন্তি শচীনকে ছুঁয়ে ফেলেছেন সাকিব। টেস্টে শচীনের সমান সংখ্যক ৫ বার ম্যান অব দ্য সিরিজ হয়েছেন সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় হওয়া সাকিব। এর পাশাপাশি ওয়ানডেতে ৭ বার এবং টি-টোয়েন্টিতে ৩ বার সিরিজ সেরা হন একমাত্র খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রান ও ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা সাকিব আল হাসান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply