কান্দাহারের পর এবার লোগার প্রদেশের রাজধানী দখলে নিলো তালেবান। ফলে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে রয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।
শুক্রবার রাতে লোগারের প্রাদেশিক রাজধানী পুল ই আলম দখলে নেয় তালেবান। শহরটি পার হলেই কাবুল সীমান্ত। লোগারের পুলিশ সদর দফতর ও প্রাদেশিক কেন্দ্র দখলে নেয়ার পর কাবুল দখলের জন্য তালেবান প্রস্তুতি নিচ্ছে।
লোগারের দুই প্রাদেশিক সদস্য শঙ্কা জানিয়ে বলেন, যেকোনো মুহূর্তে পতন হতে পারে কাবুল এবং মাজার ই শরিফের। এখন পর্যন্ত আফগানিস্তানের ৩৭টির মধ্যে ১৮টি প্রদেশ দখলে নিয়েছে তালেবান। প্রতিটি অঞ্চলই কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে, আফগানিস্তানজুড়ে ভয়াবহ আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে এলাকা ছাড়ছেন অসহায় আফগানরা। এ অবস্থায় সীমান্ত খুলে দিতে প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
ইউএইচ/
Leave a reply