আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করবে কোচ আনচেলত্তির অধীনে নতুন যাত্রা শুরু করা রিয়াল মাদ্রিদ। সবশেষ মৌসুমে শিরোপাহীন ছিল লস ব্লাঙ্কোস।
টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছিল স্প্যানিশ জায়ান্টরা। নতুন মৌসুমে ক্লাব ছেড়েছেন সাবেক অধিনায়ক সার্জিও রামোস, রাফায়েল ভারানেসহ ব্রাহিম দিয়াজ। রামোস, ভারানে পরবর্তী রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ কেমন পারফর্ম করে তা দেখার জন্য মুখিয়ে আছে বিশ্বব্যাপী মাদ্রিদ সমর্থকেরা।
বিপরীতে দলে নতুন সংযোজন কেবল বায়ার্ন মিউনিখ থেকে আগত ডেভিড আলাবা। তবে ফিরেছেন লোনে যাওয়া গ্যারেথ বেল, লুকা জভিচ ও মার্টিন ওডেগার্ড। হ্যাজার্ড, ভিনিসিয়াসদের সুদীর্ঘ ফর্মহীনতায় বেনজেমা হয়তো বেল, ওডেগার্ডদের প্রত্যাবর্তনে কিছুটা স্বস্তি পাচ্ছেন।
প্রাক-মৌসুম প্রস্তুতিও খুব একটা ভালো হয়নি দলটির। এক ড্রয়ের বিপরীতে জুটেছে স্টিভেন জেরার্ডের রেঞ্জার্সের বিপক্ষে হারের তিক্ত অভিজ্ঞতা। সব মিলিয়ে কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুন শুরুর অপেক্ষায় আছে লস ব্লাঙ্কোস।
Leave a reply