প্রাদেশিক রাজধানীর কার্যালয় দখলের পর তালেবান সদস্যের নাচানাচির ভিডিও ভাইরাল

|

প্রাদেশিক রাজধানীর কার্যালয় দখলের পর তালেবান সদস্যের নাচানাচি।

আফগানিস্তানের একের পর এক এলাকা দখলে নিচ্ছে তালেবান। রাজধানী কাবুলের কাছাকাছি পৌঁছে গেছে তালেবান। খুব শিগগিরই রাজধানী তালেবানের দখলে যাবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি প্রদেশ নিয়ন্ত্রণে নিয়েছে তারা। দখলকৃত একটি প্রাদেশিক রাজধানীর কার্যালয়ে এক তালেবান সদস্যের নাচের ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায় এক তালেবান ওই কার্যালয়ে নাচানাচি করছে। এলোমেলো ওই নাচের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
ভিডিওটি দেখুন এখানে।
গত এক সপ্তাহে আফগানিস্তানের ১৮টি প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্যে শনিবার দেশটির উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর মাজার-ই-শরিফে গোষ্ঠীটি বহুমুখী আক্রমণ শুরু করেছে।

আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ইতোমধ্যে ১৮টির রাজধানীর দখল নিয়েছে তালেবান। বেশ কিছু এলাকায় এখনো তারা সরকারি বাহিনীর সঙ্গে লড়ছে। ইতোমধ্যে গোষ্ঠীটি দেশের রাজধানী কাবুল থেকে ৫০ কিলোমিটার দূরে লগার প্রদেশের রাজধানী পুল-ই আলম দখলে নেয়।

জল্পনা কল্পনা শুরু হয়েছে, অসহায় আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply