সাধারণ ক্ষমা ঘোষণা তালেবানের

|

তালেবানের রাজনৈতিক মুখপাত্র সুহাইল শাহিন। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশের পর ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছে তালেবান। এক ঘোষণায় পুরো আফগানিস্তানে ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেন তালেবানের রাজনৈতিক মুখপাত্র সুহাইল শাহিন।

সুহাইল শাহিন বলেন, যারা আমাদের বিরুদ্ধে হামলায় সহযোগিতা করেছে আফগানিস্তানের দরজা তাদের জন্যও উন্মুক্ত থাকবে। কাবুলের দুর্নীতিগ্রস্থ সরকারের সঙ্গে জড়িত কর্মকর্তাদের জন্যও আফগানিস্তানের দরজা উন্মুক্ত থাকবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবর।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এর আগে জানিয়েছিলেন, আফগান সরকারের সাথে তাদের আলোচনা চলছে যাতে কাবুল শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করে।

তালেবান যোদ্ধারা রাজধানী শহর কাবুল চারপাশ থেকে ঘিরে ফেলায় বর্তমান আফগান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইতোমধ্যে ক্ষমতা হস্তান্তর করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply