বিশ্বজুড়ে করোনায় আরও ৮ হাজারের বেশি প্রাণহানি

|

ছবি: প্রতীকী

মহামারি করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে করোনায় প্রায় পৌনে ৪৪ লাখ মানুষের মৃত্যু দেখলো বিশ্ব।

দৈনিক মৃত্যুহারের দিক থেকে এখনও শীর্ষে ইন্দোনেশিয়া। রোববারও এশিয়ার দেশটিতে ১২শ’র বেশি মানুষের প্রাণহানি হয়েছে। তবে সংক্রমণ শনাক্তের পরিমাণ অনেকটা কমেছে যুক্তরাষ্ট্রে। ২৪ ঘণ্টায় ৩১ হাজারের কাছাকাছি মানুষের দেহে মিলেছে ভাইরাসটি। দেশটিতে এদিন মারা গেছেন ১২২ জন।

এদিকে রাশিয়ায় ৮১৬ জন, মেক্সিকোয় ৭৫৩ জন, ইরানে ৬২০ জন, ভারতে ৪২১ জন এবং ব্রাজিলে করোনায় ৩৮৫ জনের মৃত্যু হয়েছে। বিশ্বজুড়ে মোট করোনা শনাক্ত হলো ২০ কোটি ৮০ লাখের কাছাকাছি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply