হাইতির জোরালো ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩শ’ জনে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাবে আহত সাড়ে ৫ হাজারের বেশি।
এই ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা। নিখোঁজের প্রকৃত সংখ্যা এখনো অনিশ্চিত। জীবিতদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। ভূমিকম্পে ঘরবাড়ি, ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি হাসপাতালও ধূলিসাৎ হয়ে গেছে।
দেশটিতে প্রাথমিক চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। পরিস্থিতি মোকাবিলা, উদ্ধার এবং সংস্কারের জন্য ১ মাসের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী। তবে এর থেকে বেশি সময় প্রয়োজন বলে দাবি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের।
শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ পশ্চিমাঞ্চলে অনুভূত হয় ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, সেন্ট লুইস ডু-সুড শহর থেকে ১২ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। কম্পনের তীব্রতা অনুভূত হয় রাজধানীতেও।
ইউএইচ/
Leave a reply