কিংস্টোন টেস্টে পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের নাটকীয় জয়

|

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টের চতুর্থ দিনে তারা সফরকারীদের হারিয়েছে ১ উইকেটে। এমন নাটকীয় জয় এনে দিয়েছেন কেমার রোচ ও জয়ডেন সিলস।

কিংস্টোনে আগের দিনের ৫ উইকেটে ১৬০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন বাবর আজম ও ফাহিম আশরাফ। ৩য় দিনে হাফ-সেঞ্চুরি করা অধিনায়ক বাবর এদিন আউট হন ৫৫ রানে। এরপর হাসান আলীর ২৫ আর ফাহিম আশরাফের ২০ রানে ভর করে ২০৩ রানে শেষ হয় পাকিস্তানের ২য় ইনিংস। জেডেন সিলসের ৫ উইকেট শিকারে উইন্ডিজদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৮ রানের।

প্রায় দেড় দিন হাতে পেলেও ১৬ রানের মধ্যে ৩ টপ অর্ডারকে হারিয়ে চাপে পরে ক্যারিবিয়রা। অবশ্য জার্মেই ব্ল্যাকউডের ৫৫ রানে ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। তবে শাহিনশাহ আফ্রিদি আর হাসান আলীদের বোলিং তোপে হারের শঙ্কা জাগে উইন্ডিজের। ১১৪ রানে ৭ উইকেটে হারানোর পর ১৫১ রানে দলের ৯ম উইকেটের পতন হলে জমে ওঠে ম্যাচ। তবে কেমার রোচের অপরাজিত ৩০ রানে ভর করে এক উইকেটের জয় তুলে নেয় উইন্ডিজ। সিরিজের ২য় ও শেষ টেস্ট ২০ আগস্ট থেকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply